**Fermat’s Last Theorem**



পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, সমকোণী ত্রিভুজের বাহু a, b, c(অতিভূজ) হলে a^2+b^2=c^2.

এবার আমরা a, b, c এর শুধু পূর্ণসংখ্যার মান গুলো নিয়ে চিন্তা করি। মানে 1.5, 2, 2.5 এই মান গুলি সূত্রে
খাটলেও দশমিক সংখ্যা হওয়াতে  আমরা এগুলো বাদ দিলাম। আমরা চাইলে (3, 4, 5) , (6, 8, 10) এরকম অসীম সংখক পূর্ণসংখ্যার মান বের করতে পারব।

কিন্তু আমরা কি a^3+b^3=c^3 এই সমীকরণ কে সিদ্ধ করে এমন পূর্ণসংখ্যার মান খুঁজে পাবো? কিংবা
a^4+b^4=c^4 এই সমীকরণের।
উত্তর হলো পাবো না।

1637 খ্রিস্টাব্দে Fermat’s Last Theorem এ বলা হয়েছে  a^n+b^n=c^n এই সমীকরণের কোনো পূর্ণসংখ্যার
সমাধান পাওয়া সম্ভব না যখন n>2.

প্রায় চার শতাব্দী পরে এই সূত্র Andrew Wiles 1995 সালে প্রমান করেন।

Comments